বেনাপোল প্রতিনিধি

১৭ জুলাই, ২০১৭ ১২:১০

বেনাপোলে ৫টি স্বর্ণের বারসহ একজন আটক

বেনাপোল চেকপোস্ট কাস্টমস থেকে ভারতে পাচারের সময় ৫ টি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটককৃত স্বর্ণের ওজন এক কেজি ২৫০ গ্রাম, আটক হওয়া ব্যক্তির নাম সেলিম হাওলাদার (৪৫)।

সোমবার সকা‌লে কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যরা তাকে আটক করেন।

আটক সেলিম মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি বলয় এলাকার সামসুল হক হাওলাদারের ছেলে।

বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা ও তদন্ত অফিসের সহকারী রাজস্ব কর্মকর্তা আব্দুল মুতালিব জানান, বেনাপোল কাস্টমস-চেকপোস্ট থেকে বের হওয়ার সময় তাকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে জুতার মধ্য থেকে বিশেষ কায়দায় লুকা‌নো এক কেজি ২৫০ গ্রাম ওজনের ৫ টি স্বর্ণেরবার পাওয়া যায়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত স্বর্ণের বার বেনাপোল কাস্টমসে জমা হবে এবং আটক স্বর্নপাচারকারীকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে।

এ নিয়ে গত এক সপ্তাহে চারটি স্বর্ণের চালানসহ চার বাংলাদেশি যাত্রীকে আটক করলো কাস্টমস শুল্ক গোয়েন্দা ও তদন্ত কর্মকর্তারা।

আপনার মন্তব্য

আলোচিত