সিলেটটুডে ডেস্ক

১০ সেপ্টেম্বর, ২০১৭ ২২:৩৯

রোহিঙ্গাদের দেখতে বৃহস্পতিবার উখিয়া যাচ্ছেন এরশাদ

মিয়ানমারের রাখাইন রাজ্যে চালানো সহিংস দমন-পীড়নের কারণে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের পরিস্থিতি দেখতে আগামী বৃহস্পতিবার কক্সবাজারের উখিয়া যাচ্ছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচএম এরশাদ।

এদিন তিনি রোহিঙ্গা শরণার্থীদের কথা বলবেন এবং ত্রাণও বিতরণ করবেন।

এ তথ্য নিশ্চিত করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার ও প্রেস সচিব শুনীল শুভ রায়।

তিনি জানান, ওইদিন সকালে তিনি বিমানযোগে কক্সবাজার যাবেন এবং সেখানে একদিন থাকার পর পরদিন শুক্রবার ঢাকায় ফিরবেন।

এরশাদের সঙ্গে সফরসঙ্গী থাকবেন জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, এসএম ফয়সল চিশতি এবং সোলায়মান আলম শেঠ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত