বেনাপোল প্রতিনিধি

১৯ আগস্ট, ২০১৮ ১৪:২২

বেনাপোল সীমান্তে ৩০ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি উদ্ধার

ভারত থেকে পাচার হয়ে আসার সময় বেনাপোল সীমান্ত থেকে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের ৫৪০ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা।

রোববার (১৯ আগস্ট) সকালে বেনাপোল সীমান্তের শিকড়ি মাঠ থেকে এসব শাড়ি উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, গোপন খবরে জানা যায় বেনাপোল সীমান্ত পথে বিপুল পরিমাণ ভারতীয় কাপড় পাচার হচ্ছে। এমন সময় শিকড়ি মাঠে অভিযান চালায় বিজিবি সদস্যরা। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানকারীরা কয়েকটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ওই বস্তার মধ্য থেকে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের ৫৪০ পিস শাড়ি পাওয়া যায়।

বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার হারাধন জানান, উদ্ধারকৃত কাপড় কাস্টমস শাখায় জমা দেওয়ার প্র‌ক্রিয়া চলছে।

আপনার মন্তব্য

আলোচিত