সিলেটটুডে ডেস্ক

২৩ আগস্ট, ২০১৮ ০৩:৪১

কুমিল্লার ড্রিমল্যান্ড পার্কে কিশোরের লাশ

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ড্রিমল্যান্ড পার্ক থেকে এক কিশোরের (১০) মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় ড্রিমল্যান্ড পার্কের মালিক সাইফুল ইসলাম শাহিনকে আটক করা হয়েছে।

বুধবার (২২ আগস্ট) রাত ১০টায় উপজেলার সুয়াগাজি এলাকার ড্রিমল্যান্ড পার্ক থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করা হয়।

নিহত কিশোরের পরিচয় জানা যায়নি। তবে তার বাড়ি উপজেলার সুয়াগাজি এলাকায় বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায় স্থানীয় এক দরিদ্র পরিবারের কিশোরটি নাগরদোলায় চড়ার সময় সেখানের ঝুলে থাকা একটি দড়ির সাথে তার গলা পেঁচিয়ে যায়। ওই সময় ফাঁস লেগে তার মৃত্যু হয়। পার্ক কর্তৃপক্ষের অবহেলায় সুষ্ঠু ব্যবস্থাপনা না থাকায় নাগরদোলায় কিশোরের মৃত্যু হয়েছে বলে অভিযোগ স্থানীদের।

কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কমল কৃষ্ণ ধর বলেন, কিশোরের মৃত্যুর ঘটনায় পার্কের মালিক শাহিনকে আটক করা হয়েছে। নিহতের পরিবার থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত