সিলেটটুডে ডেস্ক

২৮ মার্চ, ২০১৯ ১৫:০৬

সচিবালয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বাংলাদেশ সচিবালয়ে নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে একজন শ্রমিক মারা গেছেন।

বৃহস্পতিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম আশরাফুল (২১)। তার বাড়ি নীলফামারীর রামগঞ্জ এলাকায়।

আশরাফুলের ফুফাতো ভাই রফিকুল জানান, তিনিও ভবনে কাজ করছিলেন। তিনি রান্নার কাজ করেন। সাড়ে ১০টার দিকে একজন তাকে জানান, আশরাফুল তিনতলায় আটকে পড়েছেন। দৌড়ে গিয়ে তারা সেখান থেকে তাঁকে নামিয়ে আনেন। তখন জানতে পারেন সেখানে তার মৃত্যু হয়েছে। ওই সময়ে ফায়ার সার্ভিসও গিয়ে উদ্ধারকাজে অংশ নেয়।

ফায়ার সার্ভিসের এক কর্মী জানান, আশরাফুলের মাথা ফেটে যায়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রফিকুল আরও বলেন, আশরাফুল রডমিস্ত্রি হিসেবে ১৮ তলায় কাজ করছিলেন। সেখান থেকে পড়ে তিনতলায় আটকে যান। আশরাফুলরা এক ভাই, দুই বোন। বাবা–মা এলাকায় থাকেন।

নির্মাণাধীন ভবনটি ২০ তলা। সচিবালয়ের ভেতরে বিভিন্ন দপ্তরের জন্য ২০ তলার ভবনটি নির্মাণ হচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত