
১৬ মে, ২০২০ ০১:২৫
একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, লেখক ও সাংবাদিক সাব্বির খানের মা বেগম মমতাজ খান আর নেই।
শুক্রবার (১৫ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নারায়ণগঞ্জের জামতলায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬৮ বছর।
বিজ্ঞাপন
বেগম মমতাজ খান বেশ কিছু দিন ধরে ক্যান্সারসহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তার স্বামী শাহাদাত হোসেন খান। তিনি তিন ছেলে ও দুই মেয়ে ছাড়াও ছয় নাতিসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি এক সময় বেগম পত্রিকায় লেখালেখি করতেন।
শনিবার (১৬ মে) ফজরের নামাজের পর জানাজা শেষে নারায়ণগঞ্জের মাসদাইর গোরস্থানে বেগম মমতাজ খানের দাফন সম্পন্ন হবে।
আপনার মন্তব্য