নিজস্ব প্রদিবেদক

২৭ জুন, ২০২০ ২২:৫০

সিলেটে আরও ১০৭ জনের করোনা শনাক্ত

সিলেটে আরও ১০৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনিবার (২৭ জুন) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এই ১০৭ জনের করোনা শনাক্ত হয়।

এ তথ্য নিশ্চিত করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, শনিবার ওসমানীর ল্যাবে ৩৭৬ টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ১০৭ জনের করোনা শনাক্ত হয়। শনাক্ত হওয়া প্রায় সকলেই সিলেট জেলার। এদের মধ্য নগরী ও সমদর উপজেলার রোগী বেশি।

তবে ওসমানী হাসপাতালের আরেকটি সূত্র জানিয়েছে, শনিবার শনাক্ত হওয়া ১০৭ জনের মধ্যে ১০১ জন সিলেট জেলার, সুনামগঞ্জের ২ জন ও মৌলভীবাজারের ৪ জন রয়েছেন।

একই;দিনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের (জিইবি) পিসিআর ল্যাবে ৪১ জনের করোনা শনাক্ত হয়। এই ৪১ জনই সুনামগঞ্জের।

দুই ল্যাবের নতুন ১৪৮ জনসহ সিলেট বিভাগে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৪২০৬ জনের।

এর মধ্যে সিলেট জেলার ২২৯০ জন, সুনামগঞ্জে ৯৬১ জন, মৌলভীবাজারে ৪১৮ ও হবিগঞ্জে ৫৩৭ জন রয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত