আন্তর্জাতিক ডেস্ক

১২ ডিসেম্বর, ২০২০ ১২:১৩

যুক্তরাষ্ট্রে ফাইজার-বায়োএনটেকের টিকার অনুমোদন

যুক্তরাষ্ট্রে ফাইজার-বায়োএনটেকের উদ্ভাবিত করোনা টিকা জরুরিভিত্তিতে ব্যবহারের জন্য অনুমোদন পেয়েছে। খবর ডেইলি মেইল।

শুক্রবার (১১ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাতে দেশটির ফুড অ্যান্ড ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) এই অনুমোদনের ঘোষণা দেয়।

এর আগে, ওয়াশিংটন পোস্ট জানিয়েছিল - শুক্রবার দিনের প্রথমভাগে হোয়াইট হাউজের তরফ থেকে এফডিএ প্রধানকে বলে হয়েছিল 'টিকা অনুমোদন দিতে না পারলে, পদত্যাগ করুন'।

ইতোমধ্যেই, যুক্তরাজ্য-বাহরাইন-কানাডা-মেক্সিকো এই পাঁচ দেশে করোনা টিকা প্রয়োগের অনুমোদন পেয়েছে ফাইজার-বায়োএনটেক।

বিজ্ঞাপন

এদিকে, যুক্তরাষ্ট্রে প্রয়োগের জন্য ২৯ লাখ ডোজ টিকা ২৪ ঘণ্টার মধ্যে পৌঁছে যাবে। সেক্ষেত্রে, রোববার (১৩ ডিসেম্বর) বা সোমবার (১৪ ডিসেম্বর) থেকে যুক্তরাষ্ট্রে টিকাদান কার্যক্রম শুরু হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

অন্যদিকে, সংশ্লিষ্ট অঙ্গরাজ্যের গভর্নরদের তত্ত্বাবধায়নে করোনা টিকাদান কার্যক্রম পরিচালিত হবে বলে জানানো হয়েছে।

পাশাপাশি, অগ্রাধিকার ভিত্তিতে সিনিয়র সিটিজেন, স্বাস্থ্যসেবা কর্মীরা করোনা টিকা পাবেন এ ব্যাপারেও নির্দেশনা জারি করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত