আন্তর্জাতিক ডেস্ক

০১ জুন, ২০২১ ১৪:১২

করোনার তীব্রতা থেকে বেরিয়ে আসতে শুরু করেছে ভারত

করোনাভাইরাসের (কভিড-১৯) দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত ভারত সংক্রমণ ও মৃত্যুর তীব্রতা থেকে বেরিয়ে আসতে শুরু করেছে।

সরকারি হিসাবে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ২ হাজার ৭৯৫ জনের।

গত ২৭ এপ্রিলের পর মঙ্গলবার প্রথমবার দৈনিক মৃত্যু ৩ হাজারের নিচে নামল। এখন পর্যন্ত ভারতে করোনাভাইরাস প্রাণ কেড়েছে ৩ লাখ ৩১ হাজার ৮৯৫ জনের।

এদিকে গত ৫১ দিন পর ভারতের দৈনিক আক্রান্তের সংখ্যা নামল দেড় লাখের নিচে নামলো যা এক সময় ৪ লাখ ছাড়িয়ে গিয়েছিল।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার সকালে জানায়, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে সংক্রমিত হয়েছেন ১ লাখ ২৭ হাজার ৫১০ জন। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৮১ লাখ ৭৫ হাজার ৪৪ জন।

আনন্দবাজার জানায়, দৈনিক সংক্রমণ কম এবং দৈনিক সুস্থ বেশি হওয়ার জেরে দেশে সক্রিয় রোগীর সংখ্যা কমছে। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগী কমেছে ১ লাখ ৩০ হাজারেরও বেশি। বর্তমানে সক্রিয় রোগী রয়েছেন ১৮ লাখ ৯৫ হাজার জন।

আপনার মন্তব্য

আলোচিত