চট্টগ্রাম সংবাদদাতা

০৭ মে, ২০২০ ১৫:৪৫

বাংলাদেশে কর্মরত এক বিদেশির করোনা শনাক্ত

বাংলাদেশে কর্মরত এক বিদেশি নাগরিকের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। ওই বিদেশি শ্রীলঙ্কার নাগরিক, এবং তিনি চট্টগ্রামের খুলশী এলাকায় বসবাস করছেন

বুধবার চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনাভাইরাস শনাক্ত হয়।

বিজ্ঞাপন

বাংলাদেশে বসবাসরত বিদেশি নাগরিকদের মধ্যে তিনিই প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। চট্টগ্রামে সিভিল সার্জন এ তথ্য নিশ্চিত করেছেন।

দক্ষিণ খুলশী এলাকায় বসবাসকারী ৪৬ বছর বয়সী আক্রান্ত শ্রীলঙ্কান নাগরিক একজন পুরুষ। তিনি চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেডে একটি পোশাক কারখানার মালিক।

চট্টগ্রামে সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, আক্রান্ত শ্রীলঙ্কান স্ব-ইচ্ছায় নিজের বাসায় হোম কোয়ারেন্টিনে আছেন। উপসর্গ দেখা দেওয়ার পর নিজেই নমুনা দিয়েছেন। বুধবার তার পরীক্ষা ফলাফলে করোনা পজিটিভ আসে। আমরা তার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর-প্রশাসন) আশিকুর রহমান বলেন, ওই বিদেশি নাগরিক নিজ বাসায় আইসোলেশনে আছেন। বসবাসরত বাড়িটি লকডাউন করা হয়েছে।

এ পর্যন্ত চট্টগ্রাম জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১২৪ জন। মারা গেছেন ৯ জন।

আপনার মন্তব্য

আলোচিত