হবিগঞ্জ প্রতিনিধি

১৬ মে, ২০২০ ২২:৪৩

হবিগঞ্জে আরও ১১ করোনা রোগী শনাক্ত

হবিগঞ্জে আরও ১১ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। শনিবার (১৬ মে) রাতে হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মখলিসুর রহমান এই তথ্য জানান। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১২৯ জন। যা সিলেট বিভাগে সর্বোচ্চ।

ডেপুটি সিভিল সার্জন আরও জানান, শনিবার যে ১১ জনের পজিটিভ পাওয়া গেছে তাদের মধ্যে ৯ জন সদর উপজেলার ও বাকী দুইজন জেলার বানিয়াচং উপজেলার। এদের মধ্যে ৫ জন নারী ও ৬ জন পুরুষ।

এ চিকিৎসক আরও জানান, ঢাকার আগারগাঁওস্থ ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি এন্ড রেফারেল সেন্টার থেকে এই ১১ জনের শরীরে করোনার অস্তিত্ব শনাক্ত করা হয়েছে বলে আমাদের নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

এদিনই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে স্থাপিত লিমার চেইন রি-অ্যাকশন (পিসিআর) ল্যাবে আরও ১৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্তের তথ্য নিশ্চিত করেন হাসপাতালটির উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়। যাদের ১৪ জনই জেলার গোলাপগঞ্জ উপজেলার। আর দুইজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সেবিকা ও সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের ১ জন ব্রাদার রয়েছেন।

এ নিয়ে সিলেট বিভাগের ৩৮৮ জনের শরীরে ধরা পড়েছে করোনাভাইরাস। এদের মধ্যে সিলেট জেলায় ১৩৪ জন, সুনামগঞ্জে ৬৮ জন, হবিগঞ্জে ১২৯ জন ও মৌলভীবাজারে ৫৭ জন। সিলেটে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ৬ জন, সুস্থ হয়েছেন ৬৯ জন এবং হাসপাতালে ভর্তি আছেন ১৪১ জন।

আপনার মন্তব্য

আলোচিত