ফ্রান্স প্রতিনিধি

০৩ জানুয়ারি, ২০১৮ ১৬:৪০

ফ্রান্সে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ফ্রান্সে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। ১ জানুয়ারি সোমবার বিকেলে প্যারিসের গার দো নর্দের প্যারিজিয়ান ক্যাফে হলে দিবসটি উদযাপন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বিপুল সংখ্যক ছাত্রদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন। ফ্রান্সে অবস্থানরত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যেগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা ছাত্রদলের সহ সভাপতি শেখ নুরুল ইসলামের সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক গোলাম মাহমুদ আজমের পরিচালনায় অনুষ্ঠানে এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট মহানগর সাবেক ছাত্রদল নেতা ফারুক আহমদ, সিলেট জেলা ছাত্রদলের সাবেক নেতা আলম আহমদ, সিলেট মহানগর ছাত্রদলের সহ সাংগটনিক সম্পাদক আব্দুল গফফার জুনেদ, সিলেট মহানগর ছাত্রদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো আল আমিন, কানাইঘাট পৌর ছাত্রদলের সাবেক যুগ্ন সম্পাদক রুহুল আম্বিয়া, কানাইঘাট জিংগাবাড়ী ছাত্রদলের সাবেক সভাপতি শরিফ আহমেদ, সিলেট জেলা ছাত্রদল নেতা আতিক আহমদ, জামাল আহমদ,সিলেট জেলা ছাত্রদলের সদস্য আতিকুল হক আক্তার, সিলেট মহানগর ছাত্রদল সদস্য সোয়েব আহমদ,বিয়ানীবাজার ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাহেদ আহমদ, সিলেট জেলা ছাত্রদল নেতা আনহার আহমদ জুয়েল, সিলেট জেলা ছাত্রদল নেতা রাহেল আহমদ, সাদিক আহমদ, আহমদ মোরাদ চৌধুরী শামিম, ইরফান আহমদ, সিলেট দক্ষিন সুরমা উপজেলা ছাত্রদল নেতা নুরুল ইসলাম নাহিদ।

এ সময় আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ জিয়াউর রহমান ১৯৭৮ সনে ১ জানুয়ারি বাংলাদেশের প্রত্যেক অঞ্চল থেকে মেধাবী ছাত্রদের নিয়ে আগামী দিনে দেশ পরিচালনা করার উদ্দেশ্য নিয়ে ছাত্রদল প্রতিষ্ঠা করে ছিলেন। আজ এই ছাত্রদল ৩৯ বছরে পদার্পন করল। প্রতিষ্ঠার পর থেকে দেশ গড়ার ও গনতন্ত্র পুনরুদ্ধার ও রক্ষার সকল আন্দোলন সংগ্রামে দলটির গৌরবোজ্জল ভুমিকা ছিল। নতুন বছরে ঐক্যবদ্ধ হয়ে ছাত্রদল সকল অন্যায় এর বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবে। বক্তারা আরো বলেন, বিএনপি সবচেয়ে বড় দল, বিএনপি কে বাদ দিয়ে গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না। কারণ সারা পৃথিবী বুঝে গেছে যে, হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন হয়নি, হবে না।”

পরে সদ্য আততায়ীর হাতে নিহত মহানগর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত শিমুর রুহের মাগফেরাত কামনা করা হয় এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রকৃত আসামিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।  

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন, ছাত্রদল নেতা রাসেল আহমদ আবু বক্কর সিদ্দিক, ফয়ছল আহমদ, মোংআব্দুল আহাদ, জবরুল আহমদ,জয়নাল আবেদিন, মোং রকি খান, মোহাম্মদ রুমেল বখত,ফজরুল আমিন,জিল্লুর রহমান,ময়নুল হোসেন,রাসেল আহমদ, ফয়ছল আহমেদ,বদরুল আলম,আকিজ উদ্দিন,শাহ সুমন আমিন,সুবিদ আহমদ সবুজ,আইনুল হক,সালিম আহমদ,রাসেল আহমদ, মোং জাকির হোসেন,মোং জাবেদ আহমদ,সাহেদ আহমদ প্রমুখ।



আপনার মন্তব্য

আলোচিত