সিলেটটুডে ডেস্ক

১৩ সেপ্টেম্বর, ২০১৫ ১৩:২৩

মক্কা দুর্ঘটনা : আহত এক বাংলাদেশীর মৃত্যু

সৌদি আরবের মক্কায় মসজিদুল হারামে শুক্রবার ক্রেন দুর্ঘটনায় আহত এক বাংলাদেশীর মারা গেছেন। নিহত ওই বাংলাদেশীর নাম মোহাম্মদ আবুল কাসেম (৪৫)। তার পাসপোর্ট নম্বর বিই-০১৯১৫৮৬।

নিহত আবুল কাসেমের বাড়ি চট্টগ্রামের কর্ণফুলিতে। তিনি এ বছর ডিবিএইচ ইন্টারন্যাশনাল হজ এজেন্ট এর মাধ্যমে হজ করতে গিয়েছিলেন।

জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্ঘটনায় দিন বিকেল থেকেই তিনি নিখোঁজ ছিলেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) মক্কায় মসজিদুল হারামে ক্রেন দুর্ঘটনায় এ পর্যন্ত নিহত ১০৮ জনের ছবি মক্কায় মর্গের ফটকে টানিয়ে দেয়া হয়েছে। বিভিন্ন দেশের হজ কতৃপক্ষ তা দেখে নিজ নিজ দেশের হাজিদের সনাক্ত করার চেষ্টা করছেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ কনস্যুলেট ও হজ মিশন কর্তৃপক্ষ মর্গ পরিদর্শন করে কোনো বাংলাদেশী রয়েছেন কিনা তা সনাক্ত করার চেষ্টা করেছেন বলে জানিয়েছেন জেদ্দা কনস্যুলেটের প্রথম সচিব মোহাম্মদ আফতার হোসেন।

আহত ৪০ জন বাংলাদেশীদের একজন বাদে বাকীরা চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত