১৩ সেপ্টেম্বর, ২০১৫ ২৩:২৯
কলকাতায় সাফল্যের সঙ্গে শেষ হলো পঞ্চম বাংলাদেশ বইমেলার। এবারের মেলায় ৫০টি প্রকাশনী অংশ নিয়েছিল।
রোববার (১৩ সেপ্টেম্বর) মেলার শেষ দিন নাচ-গানে সেমিনারে অন্যরকম মেলা দেখলেন কলকাতার মানুষ। উপচে পড়া ভিড় যেন মিলন মেলার রূপ নেয়।
এ বছর কলকাতার বাংলাদেশ বই মেলায় বেশির ভাগ প্রকাশকই মুনফার মুখ দেখেছেন বলে আয়জকদের তরফে থেকে জানানো হয়েছে।
আয়োজকরা জানান, মেলা পশ্চিমবাংলার মানুষের মনে সাড়া জাগাতে পেরেছে। আগামী বছর ২ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত এ মেলা চলবে। আগামী বছর মেলা আরও বড় হবে বলে জানান আয়োজকরা।
সমাপ্তি অনুষ্ঠানে মেলায় আসা পাঠক, প্রকাশক এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।
আপনার মন্তব্য