সিকৃবি প্রতিনিধি

১৮ এপ্রিল, ২০১৬ ১৫:২৭

সিকৃবিতে ভেটেরিনারি ফ্যাকাল্টির শেষ বর্ষের শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্স ফ্যাকাল্টি এর শেষ বর্ষের শিক্ষার্থীরা ফ্যাকাল্টি ভবনের সামনে অবস্থান ধর্মঘট পালন করেছে।  

আজ সোমবার (১৮ এপ্রিল,২০১৬) দুপুর ১২টা থেকে  অনুষদীয়  ট্যুর বাতিলের পরিপ্রেক্ষিতে এমন কর্মসূচি নিতে বাধ্য হয় বলে জানিয়েছে শিক্ষার্থীরা।   

গত মার্চ মাসের ২৭ তারিখ থেকে ঢাকায় সাভার ডেইরী ফার্ম এবং কক্সবাজার ডুলাহাজারা সাফারি পার্কে প্রায় ৪ দিনের অনুষদীয়  শিক্ষা সফর হওয়ার সবকিছু ঠিক থাকলেও হঠাৎ করে কোন কারণ ছাড়াই তা বন্ধ করে দেয়া হয়।

এর ছাড়াও তাদের অন্যতম দাবী তারা, চতুর্থ বর্ষের শেষ সেমিস্টার শেষ করে রোজার বন্ধের আগেই ইন্টার্নিশিপ শুরু করতে চায়।

অবস্থান ধর্মঘট চলা অবস্থায় ভেটেরিনারি এবং এনিম্যাল সায়েন্স ফ্যাকাল্টির ডিন ডঃ মোহন মিয়া এসে শিক্ষার্থীদের সাথে কথা বলে জানান আগামী ৩ দিনের ভেতর এ বিষয়ে শিক্ষক এবং কর্তৃপক্ষের সাথে কথা বলে কার্যকরী সিদ্ধান্ত নেয়া হবে। এই আশ্বাসের প্রেক্ষিতে শিক্ষার্থীরা সাময়িকভাবে আন্দোলন বন্ধের ঘোষণা দেয়।

আপনার মন্তব্য

আলোচিত