শাবি প্রতিনিধি

০৭ অক্টোবর, ২০১৬ ১৯:৪৯

বদরুলের আজীবন ছাত্রত্ব বাতিলের দাবি শাবি ছাত্রফ্রন্টের

খাদিজা বেগম নার্গিসের ওপর হামলাকারী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা বদরুল আলমের আজীবন ছাত্রত্ব বাতিল করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে শাবি শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ।

শুক্রবার সংগঠনের আহ্বায়ক অপু কুমার দাস ও সাধারণ সম্পাদক প্রসেনজিৎ রুদ্র এক যুক্ত বিবৃতিতে বলেন, একদিকে ক্ষমতাসীনদের ছত্রছায়া এবং অন্যদিকে আত্মকেন্দ্রিক ভোগবাদী সংস্কৃতির ব্যাপক প্রচারের ফলে আজ সর্বক্ষেত্রে খাদিজা বেগমের ওপর হামলার মত ভয়াবহ ঘটনা ঘটছে এবং বদরুল আলমরা তৈরি হচ্ছে । সন্ত্রাস-যৌন নির্যাতন-খুন-ধর্ষণ ইত্যাদি ঘটনায় বিচারের নামে বিচারহীনতার কারণে বদরুল আলমের মত সন্ত্রাসীরা সাহস পাচ্ছে।  
 
বিবৃতিতে তারা অবিলম্বে হামলাকারী শাবিপ্রবি ছাত্রলীগ নেতা বদরুল আলমের আজীবন ছাত্রত্ব বাতিল ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে নারীকে পণ্যে পরিণত করা পুঁজিবাদী পুরুষতান্ত্রিক সমাজের বিপরীতে মনুষ্যত্ব রক্ষার আন্দোলনে সকলকে শামিল হওয়ার আহবান জানান ।

আপনার মন্তব্য

আলোচিত