রাবি প্রতিনিধি

০৪ ডিসেম্বর, ২০১৬ ১৯:২১

রাবি চলচ্চিত্র সংসদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

রোববার (৪ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পুরাতন টিএসসিসি ভবনের রিহার্সাল কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক।

রাবি চলচ্চিত্র সংসদের সভাপতি ড. সাজ্জাদ বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাবির জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক মশিহুর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক মিজানুর রহমান, ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সভাপতি ড. এফএমএজাহিদ প্রমুখ।

প্রতিষ্ঠাবার্ষিকীর অন্য কর্মসূচীর মধ্যে ছিল, কেক কাটা, সাংগঠনিক সভা, সংসদের নতুন ও পুরনো কর্মীদের মিলনমেলা এবং খ্যাতিমান চলচ্চিত্রকার বুদ্ধদেব দাশগুপ্তের ‘কালপুরুষ’ চলচ্চিত্রের প্রদর্শনী।

আপনার মন্তব্য

আলোচিত