রাবি প্রতিনিধি

২৬ জানুয়ারি, ২০১৭ ১৮:০২

রাবিতে আইবিএর চতুর্থ গ্র্যাজুয়েশন উৎসব ২৮ জানুয়ারি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) এর চতুর্থ গ্রাজুয়েশন উৎসব অনুষ্ঠিত হবে শনিবার (২৮ জানুয়ারি)।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ১১টায় বিশ্ববিদ্যালয়ের আইবিএর সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান আইবিএর পরিচালক অধ্যাপক মু. রফিকুল ইসলাম।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিভিন্ন ব্যাচের প্রথম স্থান অর্জনকারী ১২ জনকে স্বর্ণপদক প্রদানসহ এক্সিকিউটিভ এম.বি.এ প্রোগ্রামের জন্য ১২৪ জন, সান্ধ্যকালীন এম.বি.এ প্রোগ্রামের জন্য ১০২ জন, দিবাকালীন এম.বি.এ প্রোগ্রামের জন্য ৮৭ জন এবং বিবিএ গ্রাজুয়েটদের এম.বি.এ প্রোগ্রামের জন্য ১৩৫ জনসহ চারটি ক্যাটাগরিতে মোট ৪৪৮ জনকে সনদ প্রদান করা হবে।

ডিগ্রি প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউ.জি.সি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, বিশেষ অতিথি থাকবেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, ইউ.জি.সি সদস্য অধ্যাপক ড. এম. শাহ নওয়াজ আলি, রাবি উপ-উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী সারওয়ার জাহান।

এছাড়াও বিভিন্ন অনুষদের ডিন, সকল আবাসিক হলের প্রাধ্যক্ষ, সাবেক উপাচার্য, উপ-উপাচার্যসহ সকল বিভাগের সভাপতিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজান উদ্দিন, স্বাগত বক্তব্য রাখবেন আইবিএর পরিচালক অধ্যাপক ড. মু. রফিকুল ইসলাম এবং ধন্যবাদ জ্ঞাপনে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এম. এন্তাজুল হক।

অনুষ্ঠান শেষে বেলা আড়াইটার দিকে লালন একাডেমি থেকে আগত বাংলার ঐতিহ্যবাহী লালন সঙ্গীত পরিবেশিত হবে।  

এ সময় সম্মেলনে উপস্থিত ছিলেন আইবিএর পরিচালকসহ অধ্যাপক ড. মোহা. হাসানাত আলী, অধ্যাপক ড. মো. মহসিন-উল-ইসলাম, সহযোগী অধ্যাপক মোহা. গোলাম আলী, অধ্যাপক ড. এ কে এম শামসুজ্জোহা।

আপনার মন্তব্য

আলোচিত