রাবি প্রতিনিধি

২৭ জানুয়ারি, ২০১৭ ২২:০১

গণমাধ্যম তখনই কাউকে প্রশ্ন করতে পারবে, যখন সে নিজেকে প্রশ্ন করতে পারবে : ড. আলী রিয়াজ

গণমাধ্যম তখনই কাউকে প্রশ্ন করতে পারবে, যখন সে নিজেকে প্রশ্ন করতে পারবে। সে সঠিক পথে আছে কি না? যখন গণমাধ্যম সঠিক ও সত্য পথে থাকবে তখনই সে ক্ষমতাবান বা অন্য কাউকে প্রশ্ন করতে পারবে। গণমাধ্যম জবাবদিহিতা সৃষ্টি করবে কিন্তু তার আগে গণমাধ্যম দায়িত্বশীল কিনা সেটা নিশ্চিত হতে হবে।

শুক্রবার (২৭ জানুয়ারি) বিকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আয়োজনে গণমাধ্যম ও গণতন্ত্র শীর্ষক এক সেমিনারে প্রধান আলোচক হিসেবে এসব কথা বলেন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট বিশ্ববিদ্যালয়ের পলিটিক্স এ- গভার্মেন্ট বিভাগের প্রধান অধ্যাপক ড. আলী রিয়াজ।

তিনি আরো বলেন, ‘বাংলাদেশের মিডিয়াগুলো এখনো স্বাধীন নয়। সরকারদলীয় চাপ ও কর্পোরেট প্রতিষ্ঠানের কারণেই গণমাধ্যম এখনো পরাধীন।’

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১২৩ নম্বর কক্ষে অনুষ্ঠিত সেমিনারটি সঞ্চালনা করেন বিভাগের সভাপতি ড. প্রদীপ কুমার পাণ্ডে।

এসময় উপস্থিত ছিলেন বিভাগের সহযোগী অধ্যাপক মশিহুর রহমান, সহকারী অধ্যাপক শাতিল সিরাজ, ড. মাহাবুবুর রহমান, ড. এ বি এম সাইফুল ইসলাম, আমেনা খাতুন, প্রভাষক মামুন আ. কাইয়ুম, সোমা দেবসহ বিভিন্ন বর্ষের দুইশতাধিক শিক্ষার্থী।

আপনার মন্তব্য

আলোচিত