রাবি প্রতিনিধি

১৪ ফেব্রুয়ারি , ২০১৭ ১৫:৪০

রাবিতে ‘প্রেম বঞ্চিতদের’ বিক্ষোভ

কেউ পাবে কেউ পাবে না, তা হবে না তা হবে না’, ‘দেহ নয় মন চাই, প্রেম করে বাঁচতে চাই’ ‘প্রেমের নামে প্রহসন, বন্ধ কর, করতে হবে’ এমন নানা স্লোগানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রেম বঞ্চিতরা।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ‘প্রেম বঞ্চিত সংঘের’ ব্যানারে শতাধিক তরুণ-তরুণী এ কর্মসূচিতে অংশগ্রহণ করে।

বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। মিছিলে সংগঠনের সদস্যরা স্লোগানে পুরো ক্যাম্পাস মাতিয়ে তোলে। মিছিল নিয়ে তারা বিভিন্ন ভবন ও আবাসিক হলের সামনে সমাবেশ করে।

সমাবেশে বক্তারা বলেন, ক্যাম্পাসের অধিকাংশ শিক্ষার্থী প্রেম করে বিভিন্ন স্থানে বসে আড্ডা দেয়। কিছু কিছু ছেলে-মেয়েরা একসঙ্গে একাধিক প্রেম করছে। এজন্য প্রেমের বাজারে প্রেমিক-প্রেমিকা সংকট দেখা দিয়েছে। যার ফলে আমরা প্রেম থেকে বঞ্চিত হচ্ছি।

প্রেম বঞ্চিত সংঘের সংগঠকরা হচ্ছেন অনিক, রাহিনুল ইসলাম রিংকু, সুহাস প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত