এমসি কলেজ প্রতিনিধি

১৫ ফেব্রুয়ারি , ২০১৭ ১৬:২৮

বইপ্রেমীদের পদচারণায় মুখরিত এমসি কলেজের বইমেলা

এমসি কলেজে প্রথমবারের মতো আয়োজিত তিন দিনব্যাপী বইমেলার দ্বিতীয় দিনে বইপ্রেমীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) বইমেলার দ্বিতীয় দিনে কলেজের প্রবেশ গেইটে সংলগ্ন প্রাঙ্গণে ঘোরে দেখা যায় বইমেলায় আসা বইপ্রেমীদের অনেকেই বিভিন্ন ধরনের বই কিনছেন, কেউবা বই কিনে প্রিয়জনকে উপহার দিচ্ছেন আর স্মৃতির পাতায় তুলে রাখতে ছবি তুলছেন।

কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি সিলেটের বিভিন্ন জায়গা থেকে আসা বইপ্রেমীরা পছন্দসই বই কিনছেন, ঘুরে দেখছেন স্টলগুলো। পরিবার সদস্যদের নিয়েও বই কিনতে এসেছেন অনেকে।

কবিতা পরিষদের আয়োজনের এ বইমেলায় নাগরী প্রকাশনী, চৈতন্য প্রকাশনী, মিনতী প্রকাশনী, দাড়িঁকমা প্রকাশনী, জসিম বুক হাউসের পাশাপাশি কবিতা পরিষদ ত্রৈমাসিক জাগরণেরও একটি স্টল রয়েছে।

বিভিন্ন স্টল প্রতিনিধিদের সাথে কথা বলে জানা যায়, বইমেলায় মুরারিচাঁদ কলেজ, সিলেটের সাহিত্য, সংস্কৃতি অঙ্গন সম্পর্কিত বিভিন্ন বই থাকায় এগুলোর প্রতিই শিক্ষার্থীদের আকর্ষন বেশি। তবে কবিতা, গল্প ও উপন্যাসের বইয়ের বিক্রিও ভালো হচ্ছে।

আয়োজকরা জানান, এমসি কলেজের বেশ ক'জন সাবেক ও বর্তমান শিক্ষকদের ৬টি বইয়ের মোড়ক উন্মোচনের পাশাপাশি কয়েকজন শিক্ষার্থীর লেখা কবিতা, উপন্যাসের বই পাওয়া যাচ্ছে বইমেলায়।

বইমেলায় কবিতা পরিষদ এমসি কলেজ শাখার সকল সদস্যদের যৌথ কাব্যগ্রন্থ 'হৃদপারানির ঘাট' এর মোড়ক উন্মোচিত হয়েছে। বইটি প্রকাশ করেছে মিনতী প্রকাশনী। বইটির নির্ধারিত মূল্য ১৫০ টাকা তবে বইমেলায় কাব্যগ্রন্থটি ৩০% কমিশনে পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন কবিতা পরিষদ সভাপতি কবি ইমরান তালুকদার।

আপনার মন্তব্য

আলোচিত