সিলেটটুডে ডেস্ক

২১ ফেব্রুয়ারি , ২০১৭ ১৮:৫২

মইনউদ্দিন মহিলা কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কলেজের অধ্যক্ষ মো. গিয়াস উদ্দিন-এর সভাপতিত্বে আলোচনাসভায় মুখ্য আলোচক ছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক মো. হেনা সিদ্দিকী।

কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সঞ্চালনা করেন বাংলা বিভাগের প্রভাষক লাকী বেগম।

মহান একুশের তাৎপর্য শীর্ষক বক্তৃতা করেন রসায়নবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক কৃষ্ণপদ সূত্রধর, সহকারী অধ্যাপক মোহাম্মদ শেখ মাহমুদ উল্লাহ, বাংলা বিভাগের প্রধান আজির হাসিব, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো. এনামুল হক চৌধুরী সোহেল, প্রভাষক মো. আলমগীর হোসেন, প্রভাষক মাহবুবুর রউফ প্রমুখ।

সভাপতির বক্তৃতায় অধ্যক্ষ মো. গিয়াস উদ্দিন বলেন, নতুন প্রজন্মকে একুশের চেতনায় উজ্জীবিত হয়ে দেশপ্রেমে জাগ্রত হতে হবে। দেশের প্রতিটি আন্দোলন, সংগ্রামের মূল ভিত্তিই ছিল বায়ান্নের ভাষা আন্দোলন। সর্বক্ষেত্রে বাংলার চর্চার উপর তিনি গুরুত্বারোপ করেন।

আপনার মন্তব্য

আলোচিত