শাবি প্রতিনিধি

০২ মার্চ, ২০১৭ ১৫:৫৯

ইতি চাকমা হত্যার প্রতিবাদে শাবিতে মিছিল-সমাবেশ

খাগড়াছড়ি সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ইতি চাকমার হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া আদিবাসী শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২ মার্চ) বেলা সাড়ে ১২টায় ‘এসোসিয়েশন অব ইনডিজেনাস স্টুডেন্ট’স, সাস্ট’- এর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

মিছিলটি ক্যাম্পাসের গোল চত্বর থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এসে সমাবেশে মিলিত হয়। সংগঠনের আহ্বায়ক পরেশ চাকমার সভাপতিত্বে ও সদস্য সচিব শোভন চাকমার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সৌরভ চাকমা, প্রণভ হাজং প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, ইতি চাকমা হত্যার দুই দিন পেরিয়ে গেলেও দোষীদের শাস্তির আওতায় আনতে পারেনি প্রশাসন। অন্যদিকে এ ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য স্বার্থান্বেষী মহল নানা ষড়যন্ত্র, চক্রান্ত ও বিভ্রান্তি ছড়াচ্ছে।

বক্তারা দ্রুত এ হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।

আপনার মন্তব্য

আলোচিত