শাবি প্রতিনিধি

০৫ মার্চ, ২০১৭ ১৬:৪৮

শাবির এফইটি এ্যালামনাইয়ের বার্ষিক পরিকল্পনা ঘোষণা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি (এফইটি) বিভাগের এ্যালামনাইয়ের বাৎসরিক কর্মপরিকল্পনা ঘোষণা করা হয়েছে।

রোববার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এফইটি এ্যালামনাই সমিতির সভাপতি ও বিভাগের সহকারী অধ্যাপক মনির হোসেন।

তিনি জানান, রোববার সকালে এ্যালামনাইয়ের একাডেমিক এ বিল্ডিংয়ে অনুষ্ঠিত ১ম কার্যকরী সভায় এ পরিকল্পনা ঘোষণা দেয়া হয়। নতুন সদস্যদের জন্যে ফি নির্ধারণ করা হয়েছে ১০০০টাকা।

সমিতির মহাসচিব ও বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আফজাল হোসেন জানান, একবছর মেয়াদী পরিকল্পনার মধ্যে রয়েছে- এ্যালামনাইয়ের যৌথ ব্যাংক একাউন্ট খোলা, ওয়েবসাইট তৈরী, ক্যারিয়ার ওয়ার্কশপ, মেধাবৃত্তি, ক্রীড়া টুর্নামেন্ট, বাৎসরিক বনভোজন, সপ্তাহব্যাপী বৃক্ষরোপন এবং কৃতিত্বপূর্ণ অবদানের জন্যে সমিতির সদস্যদের সম্মাননা।

এ সময় আরো উপস্থিত ছিলেন সহ কোষাধ্যক্ষ মো. ইয়াসিন, সাংগঠনিক সচিব শাফায়েত আহমেদ শুভ, সাহিত্য প্রকাশনা সম্পাদক মুহাইমিনুল হক তুহিন ও শিক্ষার্থী সাকিব হোসাইন।

আপনার মন্তব্য

আলোচিত