সিলেটটুডে ডেস্ক

২৫ সেপ্টেম্বর, ২০১৭ ১৫:৫০

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবীতে মিছিলও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে ইঞ্জিনিয়ারিং কলেজের ক্যাম্পাসে শিক্ষার্থীরা মিছিল বের করে।

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ে রুপান্তর করা হোক- এই ব্যানার হাতে শিক্ষার্থীরা আবাসিক হল থেকে মিছিলটি শুরু করে। পরে মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিন করে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষার্থী মৃত্যুঞ্জয় দেবনাথ, তুষার মজুমদার ও খলিলুজামান আবির।

মৃত্যুঞ্জয় দেবনাথ বলেন 'প্রধানমন্ত্রী শেখহাসিনা গতবার নির্বাচনের সময় সিলেট এসে নিজ মুখে বলে গিয়েছিলেন, যদি তিনি আবার ক্ষমতায় আসেন তাহলে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হবে। তাই আমরা এখন ও আশা রাখছি।'

তিনি আরও বলেন 'ইঞ্জিনিয়ারিং কলেজ এখন ৬০০ অধিক ছাত্রছাত্রী এবং ৩ টাডিপার্টমেন্ট সি এস ই,সি ই স্বয়ংসম্পূর্ণ। এখন ইচ্ছা শুধু সদিচ্ছার।'


তুষার মজুমদার বলেন 'প্রকৌশল কলেজ গুলো কিভাবে বিসবিদালয়ে রূপান্তর হয়েছে তা সবাইকে জানতে হবে।আমাদের ও সেই লক্ষে একসাথে এগিয়ে যেতে হবে।'

খলিলুজামান আবির বলেন 'আমাদের ক্যাম্পাস এর প্রথম ব্যাচ এর ভাইরা আন্দোলন শুরু করেছিলেন। এখন আমরা আবার নতুন করে শুরু করতে যাচ্ছি। ব্যানার লাগানোর মাধ্যমে তার সুত্রপাত ঘটল।

এছাড়াও এই আন্দোলনকে আরো জোরদার করতে সকল শিক্ষার্থীদের প্রতি আহবান জনান বক্তারা।

আপনার মন্তব্য

আলোচিত