শাবি প্রতিনিধি

১২ নভেম্বর, ২০১৭ ১৫:৩৩

শাবি ফটোগ্রাফারস এসোসিয়েশনের আলোকচিত্র প্রদর্শনী শুরু

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রাফি বিষয়ক সংগঠন ‘শাহজালাল ইউনিভার্সিটি ফটোগ্রাফারস এসোসিয়েশন (সুপা)’ এর  তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। এবারের প্রদর্শনীতে শুধু মাত্র শাবি শিক্ষার্থীদের তোলা আলোকচিত্র স্থান পেয়েছে।

রোববার (১২ নভেম্বর) সকাল ১১টায় ক্যাম্পাসের অর্জুনতলায় ‘হিরেথ’ শিরোনামে এ আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টা ও নৃবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. একেএম মাজহারুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি তাসিন সিরাজ, সাধারণ সম্পাদক প্রভা মেহেদী জয়, সাবেক সভাপতি আশরাফুল বারী অভিসহ অন্যান্যরা।

আয়োজকরা জানান, তিন দিনব্যাপী এ আলোকচিত্র প্রদর্শনী শেষ হবে মঙ্গলবার বিকেল ৫টায়। এ সময় সেরা আলোকচিত্র বাছাই করে ফটোগ্রাফারদের পুরষ্কার প্রদান করা হবে। প্রদর্শনীতে ৩১টি আলোকচিত্র স্থান পেয়েছে জানান তারা।

উল্লেখ্য, ‘ফটোগ্রাফি ফর ম্যানকাইন্ড উইথ আর্টিস্ট্রি’ স্লোগানকে সামনে রেখে ১৯৯৬ সালের ৬ জুন যাত্রা শুরু হয় সুপা’র । প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ২টা জাতীয় প্রদর্শনীসহ মোট ৪০টা প্রদর্শনীর সফল আয়োজন করেছে সংগঠনটি।

আপনার মন্তব্য

আলোচিত