শাবি প্রতিনিধি

১৩ নভেম্বর, ২০১৭ ১৮:০৭

শাবিতে আন্ত:বিভাগ বাস্কেটবল প্রতিযোগিতা শুরু

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্ত:বিভাগ বাস্কেটবল প্রতিযোগিতা শুরু হয়েছে।

সোমবার (১৩ নভেম্বর) বিকাল ৩টার দিকে বাস্কেটবল মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

উদ্বোধনের সময় উপাচার্য বলেন, দক্ষ জনশক্তি ও সুস্থ সবল মানসিকতা গঠনে খেলাধুলার বিকল্প নেই। এই উদ্দেশ্যকে সামনে রেখে বিশ্ববিদ্যালয় প্রশাসন সকল ধরণের খেলাধুলা আয়োজন করে থাকে । তিনি প্রতি বছরের ন্যায় এবারও আন্ত:বিভাগ বাস্কেটবল প্রতিযোগিতা আয়োজনের জন্য অংশগ্রহণকারী দলসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান।

এ সময় উপস্থিত ছিলেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস, খেলাধুলা ও ক্রীড়া উপ-কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার, অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, প্রক্টর জহির উদ্দিন আহমদ, শারীরিক শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক চৌধুরী সউদ বিন আম্বিয়াসহ বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক-কর্মকর্তা, ছাত্রছাত্রীরা।

আপনার মন্তব্য

আলোচিত