সিলেটটুডে ডেস্ক

১৮ ডিসেম্বর, ২০১৭ ১৯:১১

রোহিঙ্গাদের পাশে লিডিং ইউনিভার্সিটি

সিলেটের প্রথম বেসরকারী বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটি রোহিঙ্গাদের সাহায্যার্থে পাশে দাঁড়িয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও অফিস সহকারীবৃন্দের একদিনের বেতন সরকারের ত্রান তহবিলে প্রদান করা হয়েছে।

এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ স্বতঃস্ফুর্তভাবে রোহিঙ্গা জনগোষ্ঠির সাহায্যার্থে এগিয়ে এসেছেন এবং তাদের সরবরাহকৃত অর্থ রোহিঙ্গাদের সাহায্যার্থে যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌছানো হয়েছে।

এ বিষয়ে লিডিং ইউনিভার্সিটির উপচার্য অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী বলেন,  এ বিশ্ববিদ্যালয় বরাবরের মত এ বছরও বিভিন্ন বিভাগ ও ক্লাবের মাধ্যমে শীতবস্ত্র বিতরণ, ঈদবস্ত্র বিতরণ, নগরীর এতিম ছেলেমেয়েদের জন্য ’আলো স্কুল’ এর মাধ্যমে শিক্ষার আলো বিতরণ, চিকিৎসার জন্য অর্থ প্রদান, এবং রক্তদানসহ অসংখ্য সমাজসেবামূলক কাজ করেছে। তিনি আরো বলেন, শুধু রোহিঙ্গা নয় দেশের যে কোন প্রয়োজনে  লিডিং ইউনিভার্সিটি  সবসময় বর্তমান সরকারের উন্নয়নের সাথে একাত্বতা পোষন করে যাচ্ছে এবং আগামী দিনেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য

আলোচিত