সিলেটটুডে ডেস্ক

০৪ ফেব্রুয়ারি , ২০১৮ ১৭:৩৯

মেট্রোপলিটন ইউনিভার্সিটির এমপিএল মাঠে গড়াচ্ছে সোমবার

মেট্রোপলিটন ইউনিভার্সিটি প্রিমিয়ার লিগ (এমপিএল) এর নবম আসর মাঠে গড়াচ্ছে ৫ ফেব্রুয়ারি।

মেট্রোপলিটন ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের আয়োজনে নক আউট পদ্ধতিতে এ লিগ অনুষ্ঠিত হবে। এমপিএলের পৃষ্ঠপোষকতায় আছে ওয়ালটন গ্রুপ ও মোবাইল ফোন কোম্পানি ভিভো।

আয়োজকরা জানিয়েছেন, সিলেট শহরতলির বটেশ্বরস্থ মেট্রোপলিটন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের মাঠে এমপিএল’র সকল ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিটি দলে আটজন করে খেলোয়াড় অংশ নেবে।

সোমবার (৪ ফেব্রুয়ারি) টুর্নামেন্টের পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৯টায় উদ্বোধনী ম্যাচে সিএসই ৩৩তম ব্যাচ (রানা) লড়বে বিবিএ ৪১তম ব্যাচ (দুলাল) এর বিপক্ষে। পরে বিবিএ ৪১তম ব্যাচ (নাঈম) বনাম বিবিএ ৩৮তম ব্যাচ (সুমের), বিবিএ ৪৩তম ব্যাচ (হৃদয়) বনাম ইইই (মিফতা), এলএলবি ২৯তম ব্যাচ (মুন্না) বনাম বিবিএ ৩৫তম ব্যাচ (মুমিন) ও সিএসই ৪১তম ব্যাচ (ইভান) বনাম সিএসই ৩৮তম ব্যাচ মুখোমুখি হবে।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) ইইই ৩১তম ব্যাচ (কাউছার) বনাম ইউনিভার্সিটি স্টাফ (জাবেদ), সিএসই ৪১তম ব্যাচ (জাবের) বনাম বিবিএ ৩২তম ব্যাচ (ইয়ামিন), বিবিএ ৪০তম ব্যাচ (বিল্লাল) বনাম এলএলবি ৩৮তম ব্যাচ (পিনাক), এলএলবি ৩৫তম ব্যাচ (সুমন) বনাম এলএলবি ৩৭তম ব্যাচ (ফাহিম রেজা) এবং ইংরেজি ৩৭তম ব্যাচ (আকিব) বনাম বিবিএ ৩৪তম ব্যাচ (ফাহিম) মুখোমুখি হবে।

পরদিন বুধবার (৬ ফেব্রুয়ারি) প্রথম রাউন্ডের শেষ দিনে এলএলবি ৩৪তম ব্যাচ (রেজা) বনাম সিএসই ৪৪তম ব্যাচ (আয়ান), ইংরেজি ৩৭তম ব্যাচ (তানভীর) বনাম ইংরেজি ৪০তম ব্যাচ (কাজী মিজান), বিবিএ ৩২তম ব্যাচ (আশফাক) ইংরেজি ৩৪তম ব্যাচ (পাভেল), সিএসই ৪২তম ব্যাচ (মুস্তাফিজ) বনাম বিবিএ ৩৮তম ব্যাচ (ইমদাদ) এবং সিএসই ৩৫তম ব্যাচ (মাজেদ) বনাম সিএসই ৩৮তম ব্যাচ (শফিক) মুখোমুখি হবে।

প্রতিদিন সকাল সাড়ে ৯টায় প্রথম ম্যাচ শুরু হবে। এক ম্যাচ শেষে আরেক ম্যাচ মাঠে গড়াবে।

এদিকে, ৮ ও ১০ ফেব্রুয়ারি লিগের দ্বিতীয় রাউন্ড, ১১ ফেব্রুয়ারি কোয়ার্টার ফাইনাল এবং ১২ ফেব্রুয়ারি সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

 

আপনার মন্তব্য

আলোচিত