সিলেটটুডে ডেস্ক

০৪ ফেব্রুয়ারি , ২০১৮ ২৩:৩২

মেট্রোপলিটন ইউনিভার্সিটির রোভার স্কাউটের বার্ষিক ক্যাম্প সম্পন্ন

মেট্রোপলিটন ইউনিভার্সিটির রোভার স্কাউট গ্রুপের ৩য় বার্ষিক ক্যাম্প-২০১৮ সম্পন্ন হয়েছে।

গত শুক্রবার শুরু হওয়া তিন দিনব্যাপী এ ক্যাম্প রোববার (৪ ফেব্রুয়ারি) রাতে গ্র্যান্ড ক্যাম্প ফায়ারের মধ্য দিয়ে শেষ হয়।

গ্র্যান্ড ক্যাম্প ফায়ার অনুষ্ঠানে মেট্রোপলিটন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লে. কর্নেল শাখাওয়াত হোসেন, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মুহিতুল বারী রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক ও রোভার স্কাউট গ্রুপের সভাপতি অধ্যাপক নন্দলাল শর্মা।

রোভার স্কাউট গ্রুপের সাধারণ সম্পাদক ও ইইই বিভাগের সিনিয়র লেকচারার নওশাদ আহমদ চৌধুরীর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (প্রশাসন) তারেক ইসলাম, সহকারী প্রক্টর এডভোকেট মোহাম্মদ আব্বাস উদ্দিন।

প্রধান অতিথি ডিআইজি কামরুল আহসান মেট্রোপলিটন ইউনিভার্সিটির রোভার স্কাউট গ্রুপের ভূয়সী প্রশংসা করেন।

রোভার স্কাউট গ্রুপের এই ৩য় বার্ষিক ক্যাম্পে ৫২ জন রোভার অংশগ্রহণ করেন। তন্মধ্যে ২৭ জন রোভার নতুন সদস্য হিসেবে দীক্ষা গ্রহণ করেন।

এর আগে, গত শুক্রবার মেট্রোপলিটন ইউনিভার্সিটির রোভার স্কাউট গ্রুপের ৩য় বার্ষিক ক্যাম্প-২০১৮ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক শহিদুল ইসলাম চৌধুরী।

আপনার মন্তব্য

আলোচিত