সিলেটটুডে ডেস্ক

০৫ ফেব্রুয়ারি , ২০১৮ ১৬:০৯

জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে আলোচনা সভা

জাতীয় গ্রন্থাগার দিবস-২০১৮ উপলক্ষে মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ ফেব্রুয়ারি) বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম. হাবিবুর রহমান লাইব্রেরি হলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক শিব প্রসাদ সেন।

বিশ্ববিদ্যালয়ের পরিচালক (অর্থ) মিহির কান্তি চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. নজরুল হক চৌধুরী, ব্যবসা ও অর্থনীতি অনুষদের ডিন অধ্যাপক ড. তাহের বিল্লাল খলিফা ও আইন অনুষদের ডিন অধ্যাপক ড. এম. রবিউল হোসেন। সভায় সূচনা বক্তব্য রাখেন সহকারি গ্রন্থাগারিক মাশরুফ আহমদ চৌধুরী।

বক্তারা বলেন, গ্রন্থাগার যতো প্রসার লাভ করে, জ্ঞানের চর্চা ততো বৃদ্ধি পায়। বর্তমানে প্রযুক্তির সহজলভ্যতায় অনলাইনে বিভিন্ন ধরনের বই পাওয়া গেলেও কাগজের বই পড়ার গুরুত্ব অপরিসীম। তবে শুধু বই পড়লেই হবে না, বই থেকে অর্জিত জ্ঞান নিজের মধ্যে ধারণ করতে হবে।

তারা আরো বলেন, মেট্রোপলিটন ইউনিভার্সিটির লাইব্রেরি সমৃদ্ধ। আরো বই কেনার যথেষ্ট বাজেটও বরাদ্দ রয়েছে। এজন্য শিক্ষকদের নতুন নতুন বইয়ের নাম সরবরাহ করতে হবে।

আলোচনা সভায় বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক-কর্মকর্তা ও ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ‘বই পড়ি, স্বদেশ গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে এবারই প্রথমবারের মতো দেশে জাতীয়ভাবে গ্রন্থাগার দিবস পালিত হয়। এরই প্রেক্ষিতে মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে দিবসটি পালন করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত