সিলেটটুডে ডেস্ক

১২ ফেব্রুয়ারি , ২০১৮ ১৭:৫৬

নর্থ ইস্ট ইউনিভার্সিটির ঋতুরাজ বসন্ত বরণ

'আহা আজি এ বসন্তে, এত ফুল ফোটে, এত পাখি গায়' কবিগুরুর এই গানের মর্মবাণী ধারণ করে ঋতুরাজ বসন্তকে বরণ করে নিলো নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ। এনইইউবি কালচারাল ক্লাবের নাচ, গান, আবৃত্তির মনোমুগ্ধ আয়োজনে রঙ্গিন ছিলো 'বসন্ত বরণ সন্ধ্যা-১৪২৪'।

সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে তেলিহাওরস্থ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে উপাচার্য প্রফেসর ড. আতফুল হাই শিবলী 'বসন্ত বরণ সন্ধ্যা-১৪২৪' এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি কালচারাল ক্লাবের উপদেষ্টা, সহকারী অধ্যাপক ডা. আরিফুর রহমান।

বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ কালচারাল ক্লাবের পরিবেশনায় অনুষ্ঠানের শুরুতে শিল্পীরা সমস্বরে বসন্তের গান 'আহা আজি এ বসন্তে' গানটি পরিবেশন করেন। এরপর একে একে মঞ্চ মাতান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মুগ্ধ করেন নাচ, আবৃত্তি আর গানের মূর্ছনায়।

বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও কালচারাল ক্লাবের সদস্য ওলি রহমানের সঞ্চালনায় বসন্ত বরণ সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীসহ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীগণ বসন্ত বরণের প্রাণবন্ত অনুষ্ঠানটি উপভোগ করেন।

আপনার মন্তব্য

আলোচিত