এমসি কলেজ প্রতিনিধি

২০ ফেব্রুয়ারি , ২০১৮ ১৪:০৭

এমসি কলেজে বইমেলার উদ্বোধন

সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের টানা দ্বিতীয়বারের মতো বইমেলার আয়োজন করেছে মুরারিচাঁদ কবিতা পরিষদ।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী) বর্ণাঢ্য র‍্যালি ও শহীদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পনের মাধ্যমে শুরু হওয়া বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক নিতাই চন্দ্র চন্দ। এসময় সম্মিলিতভাবে জাতীয় সংগীত পরিবেশন করেন কবিতা পরিষদ, মোহনা সাংস্কৃতিক সংগঠন ও সহযোগী সংগঠনের সদস্যরা।

কবিতা পরিষদের সাবেক সহ-সভাপতি কবি সুলেমান কবিরের সঞ্চালনা ও কবিতা পরিষদ সভাপতি লক্ষণ রায়ের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাহেদ চৌধুরী।

কলেজ ক্যাম্পাসের পুরাতন বাংলা ভবন প্রাঙ্গনে টানা দ্বিতীয়বারের মতো আয়োজিত বইমেলার উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন কলেজ উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল কুদ্দুছ, কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক তোতিউর রহমান, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান আলী ইদ্রিস, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর শামীমা আখতার চৌধুরী, সহকারী অধ্যাপক শেখ নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক শাহনাজ বেগম প্রমুখ।

বইমেলার প্রতিদিনই প্রথিতযশা কবি, সাহিত্যিকদের বিভিন্ন বইয়ের মোড়ক উন্মোচন হবে। এছাড়া প্রতিদিন মুক্তমঞ্চে কবিতা পাঠ, থিয়েটার মুরারিচাঁদ ও মোহনা সাংস্কৃতিক সংগঠন কর্মীদের সংগঠনের অংশগ্রহণে তিন দিন ব্যাপীই থাকছে সাংস্কৃতিক পর্ব।

আপনার মন্তব্য

আলোচিত