সিলেটটুডে ডেস্ক

০৭ মার্চ, ২০১৮ ১৬:৪৬

৭ মার্চ উপলক্ষে এসআইইউ’র বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে  শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

বুধবার (৭ মার্চ) সকাল ১০টায় ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর মো. মনির উদ্দিন এর নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদনের পরে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে ৭ই মার্চ এর আলোচনা সভায় মানবিক অনুষদের ডিন প্রফেসর মুয়ীজুর রহমান এর সভাপতিত্বে, প্রশাসন ও জনসংযোগ পরিচালক তারেক উদ্দিন তাজের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর মো. মনির উদ্দিন বলেন, বঙ্গবন্ধুর ভাষণ বাঙালী জাতি জনগোষ্ঠীর মুক্তির কালজয়ী সৃষ্টি, এক মহাকাব্য। বহুমাত্রিকতায় তা বৈশিষ্ট্যমন্ডিত। শুধু বাঙালীর জন্যই নয়, বিশ্ব মানবতার জন্যও অবিস্মরণীয়, অনুকরণীয় এক মহামূল্যবান দলিল বা সম্পদ। ইউনেস্কো সাম্প্রতিক সিদ্ধান্তে এটিই স্বীকৃত।

এ সময় উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ঋষি কেশ ঘোষ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নসরত আফজা চৌধুরী, অর্থ পরিচালক সুশান্ত আচার্য্য, প্রক্টর প্রধান মাহবুব ইবনে সিরাজ, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান আবু ছয়ীদ মোহাম্মদ আব্দুল্লাহ, আইন বিভাগের বিভাগীয় প্রধান মো. হুমায়ুন কবির, ইসিই বিভাগের বিভাগীয় প্রধান এক্রামুল ফারুক, সিএসই বিভাগরে বিভাগীয় প্রধান খালেদ হোসাইন সহ অত্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

আপনার মন্তব্য

আলোচিত