নিজস্ব প্রতিবেদক, শাবি

০৯ মার্চ, ২০১৮ ১০:০৩

শাবিতে বাইসাইকেল চালিয়ে প্রতিবাদ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে ক্যাম্পাসে বাইসাইকেল র‌্যালি করেছেন শিক্ষার্থীরা। এ কর্মসূচির আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের সাইক্লিং বিষয়ক সংগঠন "SUSTian Cyclists"।

বৃহস্পতিবার (৮ মার্চ) বিকেল পৌনে ৫টার দিকে বাইসাইকেল র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু হল, এককিলো রোড, প্রধান ফটক, বঙ্গবন্ধু চত্বর প্রদক্ষিণ করে গ্রন্থাগারের সামনে এসে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম, শেখ নাবিল মুহাম্মদ, আয়েশা তাসনীম এবং "SUSTian Cyclistss" এর অ্যাডমিন কামরুল হাসান পাভেলসহ সংগঠনের অন্যান্য সদস্য।

র‌্যালি পরবর্তী আলোচনা সভায় বক্তারা জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান। এসময় তারা অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবিসহ অধ্যাপক জাফর ইকবালের দ্রুত আরোগ্য কামনা করেন।

আপনার মন্তব্য

আলোচিত