
১৮ ফেব্রুয়ারি , ২০২০ ১৫:০৯
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রক্তদান বিষয়ক সংগঠন সঞ্চালনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি পদে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইমন সরদার ও সাধারণ সম্পাদক পদে বাংলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী অমিতাভ গোস্বামী নিলয় মনোনীত হয়েছেন।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে সংগঠন কর্তৃক আয়োজিত এক সভায় ২৭ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়েছে।
এতে উপস্থিত ছিলেন স্কুল অব এগ্রিকালচার এন্ড মিনারেল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বেলাল উদ্দিন, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. রাজিক মিয়া, সংগঠনের সাবেক সভাপতি কাকন রায়, তরিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক দেবজ্যোতি পাল, সদ্য বিদায়ী সভাপতি মাহমুদুন নবী উদয়, সাধারণ সম্পাদক সুমন মিয়াসহ অন্যান্য সদস্যরা।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি দীপ্ত রায়, সহ-সভাপতি সাইফুর রহমান, শাহ নেওয়াজ, সহ-সাধারণ সম্পাদক অর্পিতা চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম আকাশ, সহ-সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক সমাপ্তি দেব, সহ-ছাত্রী বিষয়ক সম্পাদক উম্মে হাবিবা নাইমা, কোষাধ্যক্ষ আহমেদ মুমিত মেহেদী রহমান, সহ-কোষাধ্যক্ষ তাইফুল ইসলাম লিমন, দপ্তর সম্পাদক আফসারা হোসাইন হিমা, সহ-অফিস বেনজীর আহমেদ নাহিদ, প্রচার সম্পাদক সারওয়ার হোসেন, সহ-প্রচার সম্পাদক রাকিব হাসান, শাহরিয়ার মাহমুদ সুস্ময়, রক্ত বিষয়ক সম্পাদক আশরাফুল আলম, সহ-রক্ত বিষয়ক সম্পাদক এস এম হোসাইন রিফাজ অমি, আইটি বিষয়ক সম্পাদক জাহিদ হাসান, সহ-আইটি বিষয়ক সম্পাদক মিসবাহ উদ্দিন জুনায়েদ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুমন চন্দ্র দাস ও সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক উম্মে সামি অন্তু।
এছাড়া কার্যকরী সদস্য হিসেবে নাইম আহমেদ, তাসনিম মম, ইকবাল হোসেন ও মহসিন হোসাইন মনোনীত হয়েছেন।
আপনার মন্তব্য