
২৯ মার্চ, ২০২০ ১৮:৩১
সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির প্রশাসনিক কার্যক্রম এবং দূরশিক্ষণ পদ্ধতিতে শিক্ষাকার্যক্রম নিয়ে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ মার্চ) বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. সৈয়দ রাগীব আলী এবং উপাচার্য (ভারপ্রাপ্ত) শ্রীযুক্ত বনমালী ভৌমিক বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সে আলোচনা করেন। এসময় তারা লিডিং ইউনিভার্সিটির প্রশাসনিক এবং শিক্ষা কার্যক্রম কিভাবে চালিয়ে নেয়া যায় সে ব্যাপারে যথাযথ দিকনিদর্শনা প্রদান করেন।
এসময় ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সচিব মেজর (অব) শায়েখুল হক চৌধুরী, রেজিস্ট্রার মেজর (অব) মো. শাহ আলম পিএসসি, হোমল্যান্ড এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আক্তারুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ।
আপনার মন্তব্য