সিলেটটুডে ডেস্ক

২৪ মে, ২০২০ ২২:০৩

করোনায় আক্রান্ত অভিনেতা কিরণ কুমার

করোনায় আক্রান্ত হয়েছেন বলিউডের ৭৪ বছর বয়সী অভিনেতা কিরণ কুমার।

বিজ্ঞাপন

এনডিটিভি এক প্রতিবেদন বলছে, কোভিড ১৯-এর উপসর্গ দেখা দেওয়ায় গত ১৪ মে থেকে কোয়ারেন্টিনে রয়েছেন তিনি। কিরণ কুমারের সঙ্গে তার পরিবারও কোয়ারেন্টিনে রয়েছেন বলে এ তথ্য নিশ্চিত করেছেন অভিনেতা নিজেই। তবে কোভিড উপসর্গ দেখা দেওয়ার পরও জ্বর বা গলা ব্যথা কোনও উপসর্গই নেই।

ফলে বাড়িতে তিনি পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। করোনা পজিটিভ হওয়ার পর ১০ দিন কেটে গেছে, তার শরীরে কোনও উপসর্গ নেই বলে জানান কিরণ কুমার।

তেজাব থেকে খুদা গাওয়া কিংবা ধড়কন, বলিউডের একাধিক জনপ্রিয় সিনেমায় দাপটের সঙ্গে অভিনয় করেন কিরণ কুমার। এছাড়াও ধারাবাহিকেও অভিনয় করেছেন তিনি।

আপনার মন্তব্য

আলোচিত