সিলেটটুডে ডেস্ক

১৯ সেপ্টেম্বর, ২০২১ ১৭:৩৯

ভালো থেকো সালমান: শাবনূর

বেঁচে থাকলে আজ ৫০ বছরে পা রাখতেন বাংলা চলচ্চিত্রের ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহ। ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর নানার বাড়ি সিলেট নগরের দাঁড়িয়া পাড়ায় তার জন্ম।

২৫ বছর হলো নেই বাংলা চলচ্চিত্রের ক্ষণজন্মা এ তারকা। তবে আজও ভক্তদের মধ্যে বেঁচে আছেন ‘স্বপ্নের নায়ক’ হয়েই।

মাত্র ৪ বছরের ক্যারিয়ারে ২৭টি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন সালমান। তার মধ্যে ১৪টিতে তার নায়িকা ছিলেন শাবনূর। সেসব চলচ্চিত্রের সবগুলোই সুপারহিট।

প্রিয় নায়কের জন্মবার্ষিকীতে তাকে স্মরণ করে রোববার নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিওবার্তা প্রকাশ করেন শাবনূর।

সেই ভিডিওতে দেখা যাচ্ছে, একে একে ভেসে উঠছে সালমান আর শাবনূরের কিছু স্থিরচিত্র।

ভিডিওর ভয়েসওভারে শাবনূরকে বলতে শোনা যায়, ‘সালমান শাহ এমন একটি নাম, যার সাথে জড়িয়ে আছে একটি সোনালি সময়। অতি অল্প সময়ে নিজেকে বিলিয়ে দিয়ে, সে সময়টুকুকে অগণিত ভক্তদের মাঝে বিলিয়ে দিয়ে গেছেন।

‘প্রতি বছর এই দিন কোটি ভক্তের হৃদয় আলোড়িত করে সালমান শাহ ফিরে আসেন ক্ষণিকের জন্য। অকাতর ভালোবাসার অঞ্জলি নিয়ে ফিরে যান অযুত নক্ষত্রের ভিড়ে। ভালো থেকো প্রতিদিন, সালমান শাহ, সেখানেই আছো। শাবনূর।’

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান সালমান শাহ। ৯০ দশকে ঢাকাই চলচ্চিত্রে তুমুল জনপ্রিয়তা পেয়েছিল সালমান-শাবনূর জুটি।

আপনার মন্তব্য

আলোচিত