বিনোদন ডেস্ক

১১ ফেব্রুয়ারি , ২০১৭ ২৩:৫০

ভালোবাসা দিবসে হানিফ সংকেতের বিশেষ ‘পাঁচফোড়ন’

নন্দিত নির্মাতা-উপস্থাপক হানিফ সংকেত বরাবরের মতো এবারও টিভি পর্দায় হাজির হচ্ছেন ভালোবাসা দিবসের বিশেষ ‘পাঁচফোড়ন’ নিয়ে। গত প্রায় দেড় যুগ ধরে বছরের বিশেষ বিশেষ দিনে এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে দেশের প্রথম স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলায়।

এবারের অনুষ্ঠানটি সাজানো হয়েছে ভালোবাসা দিবসে এক দম্পতির মান-অভিমান, রাগ-অনুরাগ এবং এর ফলে তাদের সংসারে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়ে। এইসব ঘটনার ফাঁকে ফাঁকে থাকছে চমকপ্রদ সব আইটেম।

বিশেষ ‘পাঁচফোড়ন’-এ স্বামী-স্ত্রী’র ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদের ও অভিনেত্রী শামীমা নাজনীন। অভিনয়ের মাধ্যমে এই তারকাদ্বয় মূলত সঞ্চালকের ভূমিকা পালন করেছেন।

এবারের পাঁচফোড়নে মূল গান রয়েছে ২টি। ‘পিরিতি কাঁঠালের আঠা’ শীর্ষক জনপ্রিয় লোকসংগীতটি ভিন্নভাবে পরিবেশন করেছেন গায়ক পলাশ। আরেকটি গান গেয়েছেন ডলি সায়ন্তনী। গানটি লিখেছেন প্রদীপ সাহা, সুর করেছেন অভি আকাশ। রংপুরের ‘চাকা’ দলের একদল নৃত্য শিল্পী’র পরিবেশনায় ভালোবাসার গানের সঙ্গে রয়েছে চমৎকার একটি নৃত্য।

এছাড়াও ভালোবাসার উপর বিভিন্ন আঙ্গিকে রয়েছে বেশ কিছু মজাদার নাট্যাংশ। দেশের শীর্ষস্থানীয় অভিনয়শিল্পীরা এতে অংশ নিয়েছেন। শিল্পীরা হলেন- সোলায়মান খোকা, শাহ্ আলম দুলাল, সুভাশিষ ভৌমিক, কামাল বায়েজিদ, মামুনুল হক টুটু, রতন খান, বিণয় ভদ্র, তারিক স্বপন, নিসা, জামিল, প্রমা আজিজ, সজল, জাহিদ চৌধুরী, সাজ্জাদ সাজু, ফরিদ, ফাহিম, নজরুল ইসলাম, ইমিলা, ইরা প্রমুখ।

হানিফ সংকেতের প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন নির্মিত ‘পাঁচফোড়ন’ এটিএন বাংলায় প্রচারিত হবে ১৪ ফেব্রুয়ারি রাত ৭টা ৫০ মিনিটে। পরিবেশিত হবে কেয়া কসমেটিকস্ লিমিটেডের সৌজন্যে।

আপনার মন্তব্য

আলোচিত