বিনোদন ডেস্ক

২৯ মে, ২০১৭ ২১:৩২

এবার ‘হাছন রাজা’ হলেন মিঠুন চক্রবর্তী

হাসন রাজাকে নিয়ে এর আগেও সিনেমা হয়েছে বাংলাদেশে। ২০০৩ সালে চাষী নজরুল ইসলাম পরিচালিত 'হাসন রাজা' ছবিতে অভিনয় করেছিলেন হেলাল খান, শমী কায়সার ও ববিতা। এবার হাসন রাজাকে নিয়ে একই নামে ছবি বানিয়েছেন ব্রিটেন প্রবাসী পরিচালক রুহুল আমিন। এতে মরমী কবি হাছন রাজার চরিত্রে অভিনয় করেছেন ভারতের অভিনেতা মিঠুন চক্রবর্তী।

সোমবার (২৮ মে) মুক্তি পেয়েছে ‘হাসন রাজা’ সিনেমার টিজার। হাসন রাজার স্ত্রীর ভূমিকায় দেখা যাবে টালিউড অভিনেত্রী রাইমা সেনকে। সাথে আছেন ঢাকার অভিনেত্রী শামীমা তুষ্টি।

হাসন রাজা ছিলেন প্রতাপশালী জমিদার। পরে দিলারামের প্রেম তার জীবনকে পাল্টে দেয়। ধীরে ধীরে তার চালচলন, স্বভাব, জীবনযাপনের ধারায় আসে ব্যাপক পরিবর্তন। তিনি হয়ে ওঠেন বড় দার্শনিক, কবি ও গীতিকার।

ড. সেলিম আল দীন, মঞ্জুরুল ইসলাম ও মাসুম রেজার চিত্রনাট্যে নির্মিত হয়েছে ‘হাসন রাজা’। ছবিটির বেশির ভাগ শুটিং হয়েছে ভারতে।

আপনার মন্তব্য

আলোচিত