
৩১ জানুয়ারি, ২০২০ ০০:০৬
বেসরকারি টেলিভিশন দেশটিভিতে শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রিয়জনের গান অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবে সিলেটের সপ্নীল রাজীব ও চম্পা বনিক।
কথা ও গান নিয়ে সাজানো প্রিয়জনের গান অনুষ্ঠানে সপ্নীল রাজীব ছাড়াও সঙ্গীত পরিবেশন করবেন হবিগঞ্জের মাধবপুরের বধূ চম্পা বনিক।
সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানটি দেখার জন্য সিলেটের দর্শকদের প্রতি অনুরোধ জানিয়েছেন সপ্নীল রাজীব।
আপনার মন্তব্য