০১ ফেব্রুয়ারি , ২০২০ ১৪:১১
'ঢাকা ২০৪০' ও 'অপারেশন সুন্দরবন' ছবির পর নতুন আরেকটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন নুসরাত ফারিয়া। নাম 'যদি... কিন্তু... তবুও'। ছবিটি পরিচালনা করছেন পরিচালক শিহাব শাহীন।
ছবিটি এটি নির্মিত হচ্ছে ওয়েব প্ল্যাটফর্মের জন্য। ভারতের দর্শকপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম 'জি-ফাইভে'র ব্যানারে নির্মিত হচ্ছে এ ছবিটি।
এতে নুসরাত ফারিয়ার বিপরীতে থাকছেন জিয়াউল ফারুক অপূর্ব। পরিচালনার পাশাপাশি এর গল্প লিখেছেন নির্মাতা শিহাব শাহীন।
পরিচালক বলেন, এটি পুরোপুরি রোমান্টিক, কমেডি সিনেমা। ১২০ মিনিট দৈর্ঘ্যের এই ছবিতে দেখা যাবে বিয়ের আগের দিন বর-কনে যখন সিদ্ধান্তহীনতায় ভোগে তখন কী হতে পারে, এমন নানা পদের ভিন্ন ভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে এগিয়ে যাবে 'যদি...কিন্তু... তবুও' ছবিটি।'
আপনার মন্তব্য