নিজস্ব প্রতিবেদক

০৪ মার্চ, ২০২০ ১৬:১৫

‘লিলিপুটরা বড় হবে’ চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনী শুক্রবার

একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক মঈনুল আহসান সাবের-এর কিশোর উপন্যাস ‘লিলিপুটরা বড় হবে’ অবলম্বনে নির্মিত চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনী আগামী শুক্রবার। চলচ্চিত্রটি নির্মাণ করেছেন রাকিবুল হাসান।

শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যা ৬টায় রাজধানীর শাহবাগস্থ আজিজ সুপার মার্কেটস্থ বাংলাদেশ চলচ্চিত্র কেন্দ্রে বিশেষ এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

নির্মাতা রাকিবুল হাসান জানান, কথাসাহিত্যিক মঈনুল আহসান সাবের-এর ‘লিলিপুটরা বড় হবে’ উপন্যাস অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রটি ২০০৮ সালে মুক্তি পেয়েছিল। মুক্তির এক যুগ পূর্তিতে আমরা এই বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করেছি।

বিশেষ এই প্রদর্শনী সকলের জন্যে উন্মুক্ত, জানান তিনি।

‘লিলিপুটরা বড় হবে’ চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, আফসানা মিমি, খায়রুল আলম সবুজ, চিত্রলেখা গুহ ও আজাদ আবুল কালাম।

আপনার মন্তব্য

আলোচিত