
২২ এপ্রিল, ২০২০ ১৩:২৯
ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত চিত্রনায়ক মিঠুন চক্রবর্তীর পিতা বসন্তকুমার চক্রবর্তী মারা গেছেন। ২১ এপ্রিল (মঙ্গলবার) সন্ধ্যায় মুম্বাইতে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৫ বছর।
ভারতের গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া তাদের প্রতিবেদনে জানিয়েছে, বসন্ত কুমারের ৪ সন্তানের সবার বড় মিঠুন চক্রবর্তী। তিনি এক সময় কলকাতা টেলিফোনে কর্মরত ছিলেন।
এদিকে মিঠুন চক্রবর্তী বর্তমানে বেঙ্গালুরুতে অবস্থান করছেন। বর্তমানে ভারত জুড়ে করোনা ভাইরাসের কারনে লকডাউন চলছে। বাবার শেষকৃত্যের জন্য মুম্বাই পৌঁছানোর চেষ্টা করছেন মিঠুন।
মিঠুন চক্রবর্তী শৈশবে গৌরাঙ্গ চক্রবর্তী নামে বাংলাদেশের বরিশাল বিভাগের ঝালকাঠি জেলায় জন্মগ্রহণ করেন।
আপনার মন্তব্য