সিলেটটুডে ডেস্ক

০৩ সেপ্টেম্বর, ২০২৪ ২৩:১১

শিশুদের টিভি-মোবাইল ব্যবহারে সরকারি নিষেধাজ্ঞা

শিশুদের মানসিক বিকাশে টেলিভিশন ও স্মার্টফোনের স্ক্রিন থেকে দূরে থাকা একটি গুরুত্বপূর্ণ বিষয়। অনেকেই এটি নিয়ে তেমন কোনো গা না করলেও এবার বাচ্চাদের বয়স ২ বছর পূর্ণ হওয়ার আগ পর্যন্ত টেলিভিশন ও স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে সুইডেন।

দেশটির সরকারি স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, বাচ্চাদের ২ বছর বয়স পূর্ণ হওয়ার আগ পর্যন্ত তাদের সম্পূর্ণভাবে টেলিভিশন-মোবাইল বা এ জাতীয় ইলেকট্রিনিক গ্যাজেটের স্ক্রিন থেকে দূরে রাখতে হবে।

সোমবারের বিবৃতিতে সুইডেনের সরকারি স্বাস্থ্যসেবার কর্মকর্তারা জানান, এক গবেষণায় তারা দেখেন যে সুইডেনে ১ থেকে ১৫ বছর বয়সী শিশু ও কিশোর-কিশোরীদের অর্ধেকই ঘুমের ঘাটতিতে ভুগছে। এই বয়সে তাদের যতখানি ঘুমের প্রয়োজন, তা পূরণ হচ্ছে না। ফলে তাদের মধ্যে বিভিন্ন শারীরিক ও মানসিক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

কর্তৃপক্ষ বলছে, এই সমস্যার প্রধান কারণ টেলিভিশন ও স্মার্টফোনের মতো বৈদ্যুতিক গেজেটের প্রতি অতিমাত্রায় আসক্তি। তাই শিশু-কিশোর-কিশোরীদের স্বাস্থ্যগত ব্যাপারটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই আদেশ দেয়া হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত