আন্তর্জাতিক ডেস্ক

২০ আগস্ট, ২০২১ ১৪:০৮

ভারতীয় দূতাবাসে তল্লাশি, গাড়ির দখল নিলো তালেবান

আফগানিস্তানে অবস্থিত দুই ভারতীয় দূতাবাসে তল্লাশি চালিয়েছে তালেবান। শুক্রবার (২০ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস।

গনি সরকারের বিদায়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও আফগানিস্তানের চলমান পরিস্থিতিতে সবচেয়ে উদ্বিগ্ন দেশগুলোর একটি ছিলো ভারত। তালেবান ক্ষমতার কেন্দ্রে চলে আসার পর দুইদিনের মধ্যেই দেশটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে আফগানিস্তান। এবার ভারতের দুই দূতাবাসে তল্লাশি চালিয়েছে সংগঠনটি বলে জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহার এবং তৃতীয় বৃহত্তম শহর হেরাতে অবস্থিত ভারতীয় দূতাবাসে তল্লাশি চালিয়েছে তালেবান যোদ্ধারা। দূতাবাস দুইটি বন্ধ থাকলেও সেখানে প্রবেশ করে তল্লাশি চালানো হয়েছে। সেখানে প্রবেশ করে আলমারি খুলে বিভিন্ন গোপন নথিপত্রের খোঁজ করা হয়েছে বলে জানা গেছে।

এদিকে, তল্লাশি চালানোর পাশাপাশি ভারতীয় ওই দুই দূতাবাসের বাইরে রাখা গাড়িগুলোও দখলে নিয়েছে তালেবান সদস্যরা। এছাড়া রাজধানী কাবুলে বাড়ি বাড়ি তল্লাশি অভিযানে করছে সংগঠনটি। সেখানে মূলত আফগান গোয়েন্দা সংস্থা এনডিএস’র কর্মীদের খোঁজ করেছে তারা।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, কান্দাহার ও হেরাতের ভারতীয় দূতাবাসে তালেবান যোদ্ধাদের তল্লাশির খবর পাওয়া গেলেও জালালাবাদ ও কাবুল শহরে অবস্থিত দূতাবাসের পরিস্থিতি কি, তা এখনও জানা যায়নি।

আপনার মন্তব্য

আলোচিত