সিলেটটুডে ডেস্ক

২০ আগস্ট, ২০২১ ২২:২৬

কাবুল ছেড়েছেন ১৮ হাজারের বেশি মানুষ

ছবি: রয়টার্স

কাবুল বিমানবন্দর সচল রাখা এবং সেখান থেকে মানুষদের নিরাপদে বের করে নিয়ে আসাই ন্যাটোর প্রধান অগ্রাধিকার।

শুক্রবার (২০ আগস্ট) এ কথা বলেছেন সামরিক জোটটির মহাসচিব জেনস স্টলটেনবার্গ। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

সাংবাদিকদের জেনস স্টলটেনবার্গ বলেন, কাবুলের পরিস্থিতি কঠিন ও অনির্দেশ্য রয়ে গেছে। আমরা যে প্রধান চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি তা হলো কাবুল বিমানবন্দরে মানুষের প্রবেশ ও পৌঁছানো নিশ্চিত করা।

ন্যাটো কর্মকর্তাদের তথ্যমতে, রাজধানী কাবুল তালেবানের নিয়ন্ত্রণে চলে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত ১৮ হাজারের বেশি মানুষ কাবুল বিমানবন্দর দিয়ে আফগানিস্তান ত্যাগ করেছেন। এখনো কয়েক হাজার মানুষ বিমানবন্দরে ভিড় করছেন।

এ সময় কাবুল বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা সমুন্বত রাখার জন্য তুরস্ক, মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যকে ধন্যবাদ জানান ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ।

তালেবানের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, তারা যেন সকল বিদেশি নাগরিক এবং যেসব আফগান বিদেশে নিরাপদ আশ্রয় চাচ্ছে তাদের বিমানবন্দরে আসার অনুমতি দেয়।

আপনার মন্তব্য

আলোচিত