আন্তর্জাতিক ডেস্ক

২২ আগস্ট, ২০২১ ১১:৪৬

মেক্সিকোতে ঘূর্ণিঝড় গ্রেইসের তাণ্ডব, নিহত ৮

মেক্সিকোতে তাণ্ডব চালানো ঘূর্ণিঝড় গ্রেইসে এ পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

দেশটির পূর্বাঞ্চলে কোথাও কোথাও বন্যার দেখাও মিলেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

স্থানীয় সময় শনিবার রাতে গ্রেইস ভেরাক্রুজ রাজ্যে আছড়ে পড়ে। হারিকেনে এখন পর্যন্ত এই রাজ্যেই সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।

মেক্সিকোর কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

মেক্সিকোর মূল ভূখণ্ডে পৌঁছানোর সময় ঝড়টির নিয়ে আসা বাতাসের গতি ছিল ঘণ্টায় সর্বোচ্চ ২০০ কিলোমিটার পর্যন্ত।

ভেরাক্রুজ রাজ্যের কর্মকর্তারা জানিয়েছেন, হারিকেনে এখন পর্যন্ত যে ৮ জনের মৃত্যুর খবর মিলেছে, তাদের ৬ জন একই পরিবারের।

আপনার মন্তব্য

আলোচিত