সিলেটটুডে ডেস্ক

২৩ আগস্ট, ২০২১ ১০:৪৭

পাঞ্জশির নিয়ন্ত্রণে কয়েকশ তালেবান জঙ্গি

আফগানিস্তানের ৩৪টি প্রদেশের ৩৩টিই এখন তালেবানের নিয়ন্ত্রণে। এবার পাঞ্জশির প্রদেশ দখলে কয়েকশ জঙ্গি পাঠানোর ঘোষণা দিয়েছে তালেবান।

তালেবান বিরোধী হিসেবে পরিচিত আহমেদ মাসুদের নেতৃত্বে সাবেক আফগান সরকারের সেনারা এলাকার দখল ধরে রাখতে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।

ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আশরাফ গনি সরকারের ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহও রয়েছেন আহমেদ মাসুদের সঙ্গে।

রোববার তালেবান টুইটার বলেছে, ‘স্থানীয় প্রশাসন শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করছে রাজি হয়নি। তাই ইসলামিক আমিরাতের কয়েকশ মুজাহিদীন পাঞ্জশির নিয়ন্ত্রণ নিতে রওনা হয়েছে।’

এদিকে তালেবানের বিরুদ্ধে লড়াই করতে অনেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাঞ্জশিরে জড়ো হচ্ছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। এই উপত্যকাটি তালেবান বিরোধীদের ঘাঁটি হিসেবে পরিচিত।

অবশ্য তালেবানের কয়েকশ জঙ্গি পাঠানোর ঘোষণায় কিছুটা নমনীয় অবস্থান নিয়েছে আহমেদ মাসুদ। তিনি বলেছেন, আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের পক্ষে তিনি। তবে তার সদস্যরা লড়াইয়ের জন্যও প্রস্তুত।

আহমেদ মাসুদ বলেন, ‘আমরা তালেবানকে বোঝাতে চাই যে, সংলাপই একমাত্র পথ। আমরা চাই না যুদ্ধ শুরু হোক।’

মাসুদ সোভিয়েত বিরোধী প্রতিরোধ যোদ্ধা আহমেদ শাহ মাসুদের ছেলে। তালেবান বিরোধী দীর্ঘ লড়াইয়ের একপর্যায়ে আহমেদ শাহ মাসুদ আত্মঘাতী হামলা নিহত হন।

আপনার মন্তব্য

আলোচিত